নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন:
রাস্তার পাশ থেকে উদ্ধার হল একটি শিশু। নাম পরিচয় কিছুই বলতে পারছে না সে। কান্নায় ভেঙে পড়েছে ও শিশু পুত্রটি। ঘটনায় এলাকাবাসীরা শিশুটিকে তার প্রকৃত মা-বাবার কাছে পৌঁছে দিতে পুলিশের দারস্ত হয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুরে হাঁপানিয়া হাসপাতাল সংলগ্ন বিশ্বাস পাড়া এলাকা থেকে এক শিশুকে উদ্ধার করে এলাকাবাসীরা। জানা যায় এলাকার স্থানীয় এক সেলুন কর্মী ও শিশুকে দেখতে পায়। তাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করা হলে সে কিছুই বলতে পারছে না। শারীরিকভাবে কিছুটা অসুস্থ বলেই মনে করা হচ্ছে। এদিকে এলাকাবাসীরা খবর দেয় আমতলী থানায়। এদিকে শিশুটিকে তিন থেকে চার বছরের হবে বলে জানা গেছে। এলাকাবাসীরা শিশুটিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তার মা-বাবাকে খুঁজে পেতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।