জম্মু, ৮ জুন (হি.স.) : শুক্রবার রাতে সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে রিগাল পোস্টের কাছে এক যুবককে সন্দেহজনক অবস্থায় ঘুরাঘুরি করতে দেখে গুলি চালায় বিএসএফ জওয়ানরা। গুলিবিদ্ধ ওই যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক পেশায় শ্রমিক ছিলেন। শনিবার বিএসএফ আধিকারিক এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে, সন্দেহজনক গতিবিধি দেখে বিএসএফ চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। ওই যুবক জম্মুর বাসিন্দা বাসুদেব লাল। বয়স প্রায় ২৮-৩০ বছর। শুক্রবার গভীর রাতে সে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত আবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত চলছে।