বালিয়া, ৮ জুন (হি. স.): বালিয়া জেলার হলদি এলাকায় গাড়ির ধাক্কায় নিহত দুই সেনা। বাড়ি আসার পথে দুর্ঘনার কবলে পড়েন তারা। দুজনেই মালিকপুরার বাসিন্দা।
মোটরবাইকে এবং গাড়ির সংঘর্ষে প্রাণ গেলো দুই সেনার। ঘটনাটি ঘটে হলদি এলাকার বেলহারি ধালায় ৩১ নং জাতীয় সড়কের। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি মোটরবাইকে করে হলদি এলাকা দিয়ে ২ সেনা বাড়ি ফিরছিলেন। এমন সময় একটি গাড়ির সঙ্গে মোটরবাইকটি ধাক্কা খায়। ঘটনায় দুই সেনারই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। দুই সেনার মধ্যে একজনের নাম ধনজি যাদব (৩৫) এবং অপরজনের নাম অরুণ যাদব (৩০)। দুজনেই মালিকপুরার বাসিন্দা। গাড়িটি আটক করে পুলিশ। চালকের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।