কিশনগঞ্জ, ৮ জুন (হি.স.) : বিহারের কিশনগঞ্জ রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ট্রেনযাত্রীর। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে । মৃত যাত্রীর নাম মহম্মদ মুস্তাক আলম (৪৫)।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, মৃতব্যাক্তি চাকুলিয়া থানার অধীন হাটওয়ার গ্রামের বরাটোলার বাসিন্দা। তিনি আনন্দ বিহার থেকে নর্থ ইস্ট এক্সপ্রেসে কিশনগঞ্জ আসছিলেন। তিনি ট্রেনেই অসুস্থতা বোধ করেন। ট্রেনটি ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালে তিনিও ট্রেন থেকে নেমে পড়েন। দু-এক পা হাঁটতেই অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আরপিএফ কর্মীরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যান কিশনগঞ্জ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মুস্তাক আলমকে মৃত বলেও ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে রেলযাত্রীর।