তিন কুখ্যাত চোর পুলিশের জালে 

আগরতলা, ৮ জুন: আবারো আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে গ্রেফতার তিন কুখ্যাত চোর। 

পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন,  গত পাঁচ জুন আগরতলা লায়েন্স ক্লাবের সামনে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে দেবিদত্ত বোস নামে এক মহিলা ব্যাগ রেখে বৃক্ষরোপণ অনুষ্ঠানে গাছ লাগাচ্ছিলেন। ঠিক সেই সময় সেখান থেকে ওই মহিলার ব্যাগ চোরের দল চুরি করে নিয়ে যায়। পরে ওই মহিলা আগরতলা পশ্চিম থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন। মহিলার এই অভিযোগ মূলে আগরতলা পশ্চিম থানার পুলিশ  ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে।

অবশেষে শনিবার বামুটিয়া এলাকার রুবেল সরকার, জিবি চানমারি এলাকার প্রীতম দাস এবং কুমারঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকার স্বপন দেবনাথকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জোর জিজ্ঞাসাবাদে তিন অভিযুক্ত ঘটনার স্বীকার করেছে। এই চুরি কান্ডে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে।

তাছাড়া, পুলিশ তাদের কাছ থেকে নগদ ৫৯৭০ টাকা, হাত ঘড়ি, এটিএম কার্ড সহ আরো বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছে। 

পুলিশ জানিয়েছে, রবিবার ধৃতদের আদালতে প্রেরণ করা হবে। পুলিশের কাছে ধৃতরা স্বীকারোক্তি দিয়েছে তারা প্রতিনিয়তই মরণব্যাধি নেশা সেবন করে থাকে এবং প্রায় প্রতিনিয়তই নেশার টাকা জোগাড় করতে এই ধরনের চুরি কান্ড সংঘটিত করে গোটা শহর জুড়ে।