লখনউ, ৮ জুন (হি.স.): এবারের লোকসভা নির্বাচনে দারুণ ফল করেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। দেশের মধ্যে তৃতীয় রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে সমাজবাদী পার্টি। দলের এই সাফল্যে খুশি অখিলেশ। তিনি বলেছেন, নেতিবাচক রাজনীতির অবসানে ইতিবাচক রাজনীতির যুগ শুরু হয়েছে দেশে।
শনিবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, “একদিকে এনডিএ জিতেছে, অন্যদিকে, সমাজবাদী পার্টি দেশের মধ্যে তৃতীয় বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে… নেতিবাচক রাজনীতির অবসান হয়েছে, এবং ইতিবাচক রাজনীতির যুগ শুরু হয়েছে। জনগণের ইস্যু জিতেছে। “