কিশনগঞ্জ, ৮ জুন (হি.স.) : বিহারের পূর্ণিয়ার মীরগঞ্জ থানা এলাকার ৫৭ নম্বরে জাতীয় সড়কে ট্রাক ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই গাড়ির চালকের। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ।
জানা গিয়েছে, এদিন ভোরে রূপসপুর চন্দবা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাক চালক সন্তোষ কুমার ও কন্টেনার চালকের। কন্টেইনার চালকের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে মীরগঞ্জ থানার পুলিশ। পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পূর্ণিয়া মেডিকেল কলেজে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করেছে।