কলকাতা,৮ জুন (হি. স.) : রাজ্যে তৃণমূলের জয় জয়কার। সন্দেশখালি – সাধু সন্ত কোনো ইস্যুতেই বেঁধে রাখা গেলোনা তৃণমূলকে। ৪২ এর মধ্যে ২৯ জন তৃণমূলের সাংসদ দিল্লি যাচ্ছে। ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ভোটে জয় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নব নির্বাচিত এই সাংসদের নিয়ে শনিবার কালীঘাটে বৈঠক করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে কার্যত ধরাশায়ী বিজেপি। ফল প্রকাশের পর সাংসদ নির্বাচন নিয়ে কোন্দলের সুর বিজেপির অন্দরমহলে। অন্যদিকে দিল্লির রাজনীতিতে এখন প্রাসঙ্গিক শক্তি হয়ে নিজেদের প্রকাশ করতে সক্ষম হয়েছে তৃণমূল।সাংসদদের নিয়ে প্রস্তুতি নিচ্ছে দিল্লি যাওয়ার। আর তার আগেই দলের সাংসদের সাথে শনিবার বৈঠক সারতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও। সূত্রের খবর বিকেল ৪ নাগাদ শুরু হবে বৈঠক।২৯ জন সাংসদ ছাড়াও থাকবেন জেলা সভাপতি এবং দলের শীর্ষ নেতাদের একাংশ। নির্বাচিত সাংসদের ভূমিকা আলোচনা করার পাশাপাশি নির্বাচনে যে জায়গা গুলি থেকে তৃণমূল হেরেছে সেই কারণ পর্যালোচনা করা হতে পারে এই বৈঠকে।