সংবিধান, আইন ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব এখন নীতীশ ও চন্দ্রবাবুর ওপরই বর্তায় : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): দেশে আবারও গঠন হচ্ছে এনডিএ সরকার। টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-সহ অন্যান্য এনডিএ শরিকদের সমর্থনে কেন্দ্রে গঠিত হচ্ছে এনডিএ সরকার। এমতাবস্থায় উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত জানালেন, দেশের সংবিধান, আইন ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব এখন নীতীশ ও চন্দ্রবাবুর ওপরই বর্তায়।

শনিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার যারা নিজেদের সবচেয়ে বড় গণতন্ত্রী বলে দাবি করেন। এখন যেহেতু তাঁদের সমর্থনে সরকার গঠিত হচ্ছে, তাই সংবিধান, আইন এবং গণতন্ত্র বাঁচানোর দায়িত্ব তাঁদের ওপর বর্তায়।” একইসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, গুজরাট থেকে নিজেদের সহযোগীদের সুবিধার জন্য শেয়ার বাজারে একটি অস্বাভাবিক উত্থান আনা হয়েছিল, যারা দেশ চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *