লখনউ, ৮ জুন (হি.স.) : লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর এবার উত্তরপ্রদেশে ‘ধন্যবাদ যাত্রা’ করবে কংগ্রেস শিবির। সূত্রের খবর, সেখানে পা মেলাবেন রাহুল গান্ধি সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। উত্তরপ্রদেশে কংগ্রেস তথা ইন্ডি জোটের ভালো হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কংগ্রেস শিবির সূত্রে জানা গেছে, আগামী ১১ থেকে ১৫ জুন উত্তরপ্রদেশে ‘ধন্যবাদ যাত্রা’র আয়োজন করা হয়েছে। সেই যাত্রায় রাহুল গান্ধি, দলের শীর্ষ নেতৃত্ব সহ সাধারণ কর্মী সমর্থকেরাও উপস্থিত থাকবেন। উত্তরপ্রদেশে রয়েছে ৪০৩টি বিধানসভা কেন্দ্র। প্রতিটি বিধানসভাতেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে নেওয়া হয়েছে এই উদ্যোগ।