নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায় একটি কারখানায় আগুন ও বিস্ফোরণে প্রাণ হারালেন ৩ জন। এই অগ্নিকাণ্ডে আরও ৬ জন আহত হয়েছেন। শনিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, নারেলা শিল্পাঞ্চল এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে ও ৬ জন আহত হয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কাঁচা মুগ গ্যাস বার্নারে ভাজা হচ্ছিল এবং পাইপলাইনের একটিতে গ্যাস লিক হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ে যার ফলে কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে যায়, ফলে বিস্ফোরণ ঘটে। শনিবার ভোরে এই ঘটনাটি ঘটেছে।