নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান এন চন্দ্রবাবু নাইডু। তাঁর মতে, নরেন্দ্র মোদীর দূরদৃষ্টি ও উদ্যমতা রয়েছে, তাঁর সম্পাদনাও অত্যন্ত নিখুঁত। শুক্রবার সংসদ ভবনের (পুরানো সংসদ) সেন্ট্রাল হলে এনডিএ সংসদীয় দলের বৈঠকে চন্দ্রবাবু নাইডু বলেছেন, “নরেন্দ্র মোদী তাঁর সমস্ত নীতি সত্যিকারের চেতনার সঙ্গে চালাচ্ছেন।”
টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু আরও বলেছেন, “এখন ভারতে সঠিক নেতা রয়েছে – তিনি হলেন নরেন্দ্র মোদী। এটি ভারতের জন্য একটি খুব ভাল সুযোগ, আপনারা যদি এখন মিস করেন, তাহলে আমরা চিরতরে মিস করব।” উল্লেখ্য, মোদীর নাম সংসদীয় নেতা হিসেবে প্রস্তাবে সমর্থন করেন চন্দ্রবাবু নাইডু।