নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন: মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সর সাফল্য পেল বিএসএফ ও ডিআরআই। যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ১৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট।
ডিআরআই- এর গোপন খবরের ভিত্তিতে বর্ডার আউট পোস্ট (বিওপি) মোহনপুরের দায়িত্বে থাকা ৪২ নং ব্যাটালিয়ানের বিএসএফ সৈন্যদের দ্বারা একটি পরিকল্পিত যৌথ অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময়, একটি মারুতি এক্স এল ৬ গাড়িটি( এ এস ১১ এ বি ৩৬৯০) শিলচর থেকে খোয়াই হয়ে আগরতলা যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সেই গাড়িটিকে আটক করে বিএসএফ জওয়ানরা। গাড়িটির তল্লাশিতে ইয়াবা ট্যাবলেটের ১৫ টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।