কলকাতা, ৪ জুন (হি. স.): ভোটের ফলপ্রকাশের আগেই তিন উপাচার্য নিয়োগ। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত আরও তিন বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। এদিন রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে সে কথা।
প্রেসিডেন্সি, হরিচাঁদ গুরুচাঁদ ও কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য মনোনীত করেছেন আচার্য বোস। জানা গিয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তী উপাচার্য হচ্ছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক নির্মাল্যনারায়ণ চক্রবর্তী।
সূত্রের খবর, রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকেই তাঁকে বেছে নিয়েছেন আচার্য বোস। নির্মাল্যবাবু আগে কিছুদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব সামলেছিলেন।