নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন: এবারের লোকসভা নির্বাচনের ফলাফলের মাধ্যমে গোটা দেশ দেখতে পেয়েছে গনতন্ত্র কাকে বলে, গনতন্ত্রের শক্তি কি? বিরোধীরা সবসময় ইভিএম এর কারচুপি, ভোটলুট সহ বিভিন্ন অভিযোগ তোলেন। তবে এবারের ফলাফলের মাধ্যমে এটাই স্পস্ট যে নির্বাচন কমিশনের সাহায্যে এই নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জয়ী হয়েছেন ৮৮১৩৪১ ভোটে। অন্যদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মণ জয়ী হয়েছেন ৭৭৭৪৪৭ ভোটে। অন্যদিকে উপনির্বাচনে রামনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী দীপক মজুমদার ২৫৩৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এদিন সন্ধ্যায় প্রদেশ বিজেপির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম আসনের জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ৭-রামনগরের জয়ী প্রার্থী দীপক মজুমদার।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিজেপি, নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই নির্বাচন একটি গুরুত্বপুর্ন নির্বাচন ছিল। গোটা দেশ এর দিকে তাকিয়ে ছিল। যদিও আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় আসার কথা ছিল। তবে এটা বিষয় নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন সেটাই বড় কথা। এছাড়াও মুখ্যমন্ত্রী জয়ী প্রার্থী সহ কেন্দ্রীয় নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছেন।
এদিন পশ্চিম আসনের জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যের মানুষ তাঁর উপরে ভরসা রেখেছেন আরো একবার। তাই রাজ্যের জনগণের সেবায় তিনি উপস্থিত থাকবেন। রাজ্যবাসীর উন্নয়নে কাজ করবেন।