নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন: চিকিৎসা এবং আধ্যাত্মিক পর্যটনকে রাজ্যে এনে রাজ্যের যুবসমাজের কর্ম সংস্থানের ব্যবস্থা করবেন বিপ্লব কুমার দেব। লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিপুল ভোট জয়ী হয়ে এমনটাই জানালেন তিনি।
বিপ্লব কুমার দেব বলেন, তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন রাজ্যের উন্নয়নে কাজ করেছেন আবার কিছু কাজ করতে পারেননি। রাজ্যবাসী পুনরায় উনার উপরে ভরসা করে তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি তার দায়িত্ব পালন করবেন বলে জানান।
তিনি বলেন, চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে বহি:রাজ্যে যেতে হয়। তাই রাজ্যে একটি বড় কোম্পানীকে নিয়ে এসে চিকিৎসাকেন্দ্র গড়ে তুললে যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি রাজ্যের মানুষ আরো ভালো চিকিৎসা পরিষেবা পাবেন।
এছাড়াও দেশের নিরিখে বিজেপির ফলাফল সম্পর্কে তিনি বলেন, ৪০০ পার করার কথা বলেছিল বিজেপি। সেই সংখ্যা পার না হলেও দেশজুড়ে বিজেপির ফলাফল যথেষ্ট ভালো। ওড়িশা , কেরালা সহ বিভিন্ন জায়গায় বিজেপি অবিশ্বাস্য ফলাফল করেছে। যেসব জায়গায় ফলাফল কিছুটা আসন কমেছে সেখানে বিজেপি আরো ভালোভাবে কাজ করবে বলে জানালেন পশ্চিম আসনের জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব।