ওপেন ন্যাশনাল মাস্টার গেমস ৭ জুন থেকে : রাজ্য দল এখন গোয়ার পথে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্য দল রওনা হয়েছে। ঠিক এই মুহূর্তে রাজ্য দল গোয়ার পথে। আগামী ৭ থেকে ১০ জুন ওপেন ন্যাশনাল মাস্টার্স গেমস অনুষ্ঠিত হবে। উদ্যোক্তা ওয়ান ন্যাশন, ওয়ান ফ্ল্যাগ, ওয়ান সোল স্পোর্টস এবং সর্বভারতীয় যুব ক্রীড়া ও শিক্ষা ফেডারেশন। রাজ্যের ২০ জন খেলোয়াড়ের একটি দল মঙ্গলবার গোয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। মাস্টার স্পোর্টস উইংয়ের পক্ষ থেকে ২০ সদস্যের এই রাজ্য দলকে জাতীয় গেমস খেলতে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে এই বিষয়ে খেলোয়ারদের নিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছিল। অংশগ্রহণকারী খেলোয়ার দল গোয়ায় প্রতিযোগিতা স্থলে পৌঁছুলে সেখানে খেলোয়াড়দের থাকা এবং  খাবারের ব্যবস্থা করবে আয়োজকদের তরফ থেকে। মাস্টার স্পোর্টস উইংয়ের সাধারণ সম্পাদক বেশ কয়েকজন খেলোয়াড়ের যাতায়াত ভাড়া এবং রাহা খরচের ব্যবস্থাপনায় এগিয়ে এসেছেন। রাজ্য দলের খেলোয়াড়রা হলো: দেবস্মিতা লোধ, অনুরূপা সূত্রধর, সাহানারা বেগম, রাবিয়া বেগম, রাখী সাহা, দেবী রানী দাস, রুনা আক্তার, প্রিয়া ধানুক, প্রিয়াঙ্কা দেববর্মা, আলোকদীপ মারাক, আকাশ বর্মন, সাগর দেব, আয়ুষ নমঃ, গৌতম শূর, রীতা কর। টিম ম্যানেজার – আশিস কর, কোচ – অমিয় কুমার দাস ও মৌমিতা দাস। উল্লেখ্য, রাজ্য দলের সাফল্যের বিষয়ে মাস্টার স্পোর্টস উইংয়ের উপদেষ্টা সভাপতি সম্পাদক সহ প্রত্যেকেই  শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *