কলকাতা, ৪ জুন (হি. স.): চব্বিশের লোকসভা নির্বাচনে ভোটগণনার মাঝেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার দুপুর ১টা নাগাদ তাঁকে দেখা গেল কালীঘাটে দলনেত্রীর বাড়ির দিকে যেতে।
সাংবাদিকদের দেখে গাড়ি থেকেই হাসিমুখে আঙুল দিয়ে দেখালেন জয়ের চিহ্ণ। বোঝাই গেল, গেরুয়া হাওয়ার বেগ কমিয়ে বঙ্গে ঘাসফুলের ঝড় বওয়ার ইঙ্গিত পেতেই চূড়ান্ত আত্মবিশ্বাসী দলের সেনাপতি।
এর পর তাঁরা ঘরোয়া আলোচনায় বসেন। পরবর্তী পদক্ষেপের জন্য দলনেত্রীর সঙ্গে আলোচনায় মন দেন অভিষেক।