আগরতলা, ৪ জুন: লোকসভা নির্বাচনের গণনায় প্রাথমিক প্রবনতায় উত্তরপ্রদেশে বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে গেছে সমাজবাদী পার্টি। বিজেপি ২৫টি আসনে এগিয়ে রয়েছে। সেই তুলনায় সমাজবাদী পার্টি ৩২টি আসনে এগিয়ে রয়েছে। এদিকে, কংগ্রেস ৬টি আসনে, রাষ্ট্রীয় লোকদল একটি আসনে এবং আজাদ সমাজপার্টি(কাশীরাম) একটি আসনে এগিয়ে রয়েছে।
2024-06-04