কলকাতা, ৪ জুন (হি.স.) : সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনেও সকাল ৮টা থেকে ভোট গণনা চলছে। বিকেল ৩টা পর্যন্ত গণনা করে চমকপ্রদ পরিসংখ্যান প্রকাশ পেয়েছে। সমস্ত এক্সিট পোল ভুল প্রমাণ করে, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস টানা তিন ঘন্টা ধরে রাজ্যের ৩০ টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়াও, বিরোধী বিজেপি, যারা বেশিরভাগ এক্সিট পোলে তৃণমূলের চেয়ে বেশি আসন পাওয়ার দাবি করেছিল, তারা ১১টি আসনে এগিয়ে রয়েছে। একটি আসন কংগ্রেসের খাতায় যাবে বলে মনে করা হচ্ছে।
ডায়মন্ড হারবার থেকে বড় জয়ের দিকে এগোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা থেকে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয়ও নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে, দীর্ঘসময় ধরে পিছিয়ে থাকা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাটের তৃণমূল প্রার্থীকে পেছনে ফেলেছেন। বিকাল ৩টা পর্যন্ত প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তিনি ৪৮০০ ভোটে এগিয়ে রয়েছেন।