ঐতিহাসিক জয় হবে মোদীর, গণনার সকালে আত্মবিশ্বাসী রবি কিষাণ

গোরক্ষপুর, ৪ জুন (হি. স.): সোমবার দেশজুড়ে চলছে ভোটগণনা। জয়ের হ্যাটট্রিক করে কত আসন পাবে বিজেপি এটাই সবচেয়ে বড় প্রশ্ন এদিন সকাল থেকে। ভোটগণনার সকালে নরেন্দ্র মোদীর জয় নিয়ে মন্তব্য করলেন গোরক্ষপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী রবি কিষাণ। তিনি বলেন, ঐতিহাসিক জয় হবে মোদীর। আমিও জিতবই, কেউ আটকাতে পারবে না। এখানেই শেষ নয়, আকাশের দিকে তাকিয়ে যোগ করেন, আজকের আবহাওয়ার মতোই সুন্দর হবে ভোটের ফলাফল।

বিজেপি সাংসদ এবং উত্তর প্রদেশের গোরক্ষপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী রবি কিষাণ এদিন সকালে গোরক্ষপুরের পঞ্চমুখী হনুমান মন্দিরে প্রার্থনা করেন। রবি কিষাণ এও বলেন, এটা ঐতিহাসিক, রাম রাজ্য অব্যাহত থাকবে। বিশ্বের সবচেয়ে বড় নেতা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন… দেশের মানুষ দেশকে জয়ী করেছে এবং প্রধানমন্ত্রী মোদীর ওপর আস্থা রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *