আগরতলা, ৪ জুন: ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ত্রিপুরার দুটি লোকসভা আসনের গণনা চলছে। আজ উমাকান্ত স্কুলের ভোট কেন্দ্রে পরিদর্শনে গিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডি আই জি রমেশ রেড্ডি।
এদিন তিনি বলেন, রাজ্যের ভোট কেন্দ্রগুলিতপ শান্তিপূূূণ পরিস্থিতিতে ভোট গণনা চলছে।