হাসন, ৪ জুন (হি. স.): ভোটযুদ্ধে ধাক্কা খেলেন যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্বল রেভান্না। কর্নাটকের হাসন কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর কাছে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে প্রজ্বল।
উল্লেখ্য, প্রজ্বল প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি। একমাত্র ১৯৯৯ সালের ব্যতিক্রম বাদ দিলে ১৯৯১ থেকে টানা দেবগৌড়ার সমর্থনপুষ্ট প্রার্থী জয়ী হয়েছেন হাসনে। দেবগৌড়া স্বয়ং জিতেছেন ৫ বার। ২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের সমর্থনে প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন প্রজ্বল। কিন্তু এ বার স্থানীয় কংগ্রেস নেতা এম শ্রেয়স পটেলের কাছে পিছিয়ে পড়তে হল তাঁকে।