আগরতলা, ৪ জুন: উমাকান্ত স্কুলের গণনা কেন্দ্রে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পর শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগারওয়াল।
এদিন তিনি বলেন, উমাকান্ত একাডেমিতে মোট ১৪ টি গণনা কক্ষ রয়েছে। সবকটি কক্ষে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয় নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা চলছে।