আগরতলা, ৪ জুন: ত্রিপুরার দুটি লোকসভা আসনে বিশাল ব্যবধানে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তাই টি আর সি সংলগ্ন এলাকায় জয়ের উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনৈক কর্মী বলেন, জয় নিয়ে ১০০ শতাংশ আশাবাদী। কারণ, জনগণ জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে নিরলস কাজ করো গিয়েছেন। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। এদিন তিনি বিরোধীদের নিশানা করে বলেন, আর কিছুক্ষণের মধ্যে বিরোধীদের পায়ের তলা থেকে মাটি সরে যাবেন।
এদিন মিমি মজুমদার বলেন, দেশের অগ্রগতির জন্য জনগণ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় বেছে নিয়েছেন তা ফলাফলে প্রকাশ পাচ্ছে।