আগরতলা, ৪ জুন: বিভিন্ন রাজ্যে উপনির্বাচনে বিজেপির জয়জয়কার দেখা যাচ্ছে। তবে কংগ্রেসও খারাপ ফলাফল করে নি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দুটি আসনে উপনির্বাচন জয়ী হওয়ার পথে এগিয়ে চলেছে।
আজ ২৫টি আসনের উপনির্বাচনে গণনা চলছে। তাতে, বিজেপি ১২টি, কংগ্রেস ৭টি, তৃনমুল কংগ্রেস ২টি এবং সিপিআই(এমএল)(এল), ভারতীয় আদিবাসী পার্টি, সমাজবাদী পার্টি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একটি করে আসনে এগিয়ে রয়েছে।