আগরতল, ৪ জুন: বিশাল ব্যবধানে ত্রিপুরায় দুটি আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব এখন পর্যন্ত ১ লক্ষ ৪৭ হাজার ৮৯৯টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস তথা ইন্ডি জোট প্রার্থী আশিস কুমার সাহা পেয়েছেন ৪৫ হাজার ৬০৫টি ভোট। তাতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ১ লক্ষ ২ হাজার ২৯৪টি ভোটে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে,পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী মহারানী কৃতি দেবী দেববর্মণ ১ লক্ষ ২৮ হাজার ৬৩৩টি ভোট পেয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম তথা ইন্ডি জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াং পেয়েছেন ৪৮ হাজার ২১৭টি ভোট। তাতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মন ৮০ হাজার ৪২০টি ভোটে এগিয়ে রয়েছেন।