আগরতলা, ৪ জুন: উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে বড় চমক লক্ষ্য করা যাচ্ছে। কংগ্রেসের ঘাঁটি রায়বেরেলি অক্ষুন্ন রয়েছে। তেমনি, উত্তরপ্রদেশের কংগ্রেসের আরেকটি ঘাঁটি আমেঠি পুনরুদ্ধার হচ্ছে বলে দেখা যাচ্ছে। রায়বেরেলিতে রাহুল গান্ধী ১ লক্ষ @০ হাজার ৯২২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, আমেঠিতে বিধায়ী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৩৯ হাজার ১৪৭ ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন। সেখানের কংগ্রেসের কিশোরীলাল ১ লক্ষ ২৭ হাজার ১১৩টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
2024-06-04