নয়াদিল্লি, ৩ জুন (হি. স.) : দিল্লির জলসঙ্কট মেটাতে এবার আসরে নামলো সুপ্রিম কোর্ট। ৫ জুনের মধ্যে যমুনা রিভার বোর্ডের বৈঠক ডেকে দিল্লিবাসীর জলসঙ্কটের সুরাহা করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হচ্ছে, সুপ্রিম কোর্টকে জানাতে হবে ৬ জুনের মধ্যে।
প্রবল গরমে রাজধানীর পরিস্থিতি চরম আকার নিয়েছে। গরমে নাজেহাল অবস্থা আমজনতার। স্বাভাবিকভাবেই বাড়ছে জলের চাহিদা। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় দিল্লি সরকার। আবেদন জানানো হয়, রাজধানীর জলসঙ্কট মেটানো সকলের দায়িত্ব। ফলে অন্তত এক মাসের জন্য যেন দিল্লিকে বাড়তি জল সরবরাহের নির্দেশ দেওয়া হয়, হরিয়ানা, উত্তরপ্রদেশ ওবং হিমাচল প্রদেশ সরকারকে।