ফালাকাটা, ৩ জুন (হি. স.) : আলিপুরদুয়ারের ফালাকাটার কালীপুর গ্রামে চাষের জমিতে হাত-পা বাঁধা, গলায় ফাঁস লাগানো ও মাটিতে বসা অবস্থায় উদ্ধার হয় দিলীপ সরকার নামে এক ব্যবসায়ীর দেহ। স্থানীয়দের অনুমান ব্যবসায়ীকে কেউ বা কারা হত্যা করেছে। এই ঘটনার প্রতিবাদে ও খুনীদের গ্রেফতারের দাবিতে সোমবার জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় মানুষজন। এই অবরোধে শামিল হন স্থানীয় ব্যবসায়ীরাও। এদিনের অবরোধের জেরে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়কে যানচলাচল।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দিলীপকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দেহ উদ্ধারের ঘটনার দু’দিন পরেও কেউ ধরা না পড়ায় এদিন সকালে পুঁটিমারি বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে মৃতের পরিজন ও স্থানীয় বাসিন্দারা পুঁটিমারি মোড়ে জড়ো হন৷ ফালাকাটা-আলিপুরদুয়ার নির্মীয়মাণ মহাসড়কের ওপর গাছের ডাল ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। অনেকের হাতেই ছিল প্ল্যাকার্ড। দিলীপ সরকারের খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে বলে স্লোগান তোলেন সবাই। এদিন সকাল সোয়া ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ধরে চলে অবরোধ। এই অবরোধের জেরে রাস্তায় আটকে পড়ে শ’য়ে শ’য়ে যানবাহন। অফিস টাইমে হওয়ায় নিত্যযাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় যথেষ্ট। এদিকে পথ অবরোধের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় সোনাপুর ফাঁড়ির পুলিশ। আগামী দু’দিনের মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দেয় পুলিশ।