আগরতলা, ৩ জুন: আগামীকাল ত্রিপুরার দুটি লোকসভা এবং রামনগর উপনির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে উমাকান্ত স্কুলের গণনা কেন্দ্র পরিদর্শনে গিয়েছেন কাউন্টিং পর্যবেক্ষক বিবেক ভিমনওয়ার এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার।
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখে প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, উমাকান্ত একাডেমিতে মোট ১৪ টি গণনা কক্ষ রয়েছে। সিসিটিভি ক্যামেরা সহ যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকবে বলেও জানিয়েছেন তিনি।এদিন তিনি বলেন, প্রায় ১২০০ ভোট কর্মী ভোট কেন্দ্রে নিযুক্ত থাকবেন। পাশাপাশি, ভোট কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ১০০০ জন কাউন্টিং এজেন্ট নিয়োগ থাকবেন।
এদিন কাউন্টিং পর্যবেক্ষক বিবেক ভিমনওয়ার বলেন, গণনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভোট কর্মী, মাইকো অবজারভার, কাউন্টিং এজেন্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে।