ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত রাখলো আসাম রাইফেলস পাবলিক স্কুল। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর আন্তঃ স্কুল গার্লস টি২০ ক্রিকেট টুর্নামেন্টে। প্রথম ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দির কে পঁচিশ রানে হারানোর পর আসাম রাইফেলস পাবলিক স্কুলের মেয়েরা মনোবল অনেকটা বাড়িয়ে নিয়েছিল। তার-ই ফলশ্রুতিতে সোমবার অপর শক্তিশালী দল ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে ৬৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে। এই জয়ের সুবাদে আসাম রাইফেলস্ পাবলিক স্কুল এককভাবে পয়েন্ট তালিকারও শীর্ষে অবস্থান করছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। বিশেষ করে ক্রিস্টিনা রেমা এবং প্রোমিকা হালামের দুর্দান্ত ব্যাটিংয়ে দলের স্কোর অনেকটা সমৃদ্ধ হয়। ক্রিস্টিনা ৬৪ বল খেলে সাতটি বাউন্ডারি সহযোগে অপরাজিত ভূমিকায় ৬৫ রান সংগ্রহ করে। এছাড়া প্রোমিকা হালাম ২১ বল খেলে চারটি বাউন্ডারি মেরে অপরাজিত ২৭ রানও উল্লেখ করার মতো। অন্তরা মুহুরী ১৬ রান পায়। ভবনস্ ত্রিপুরার অঞ্জুলিকা সূত্রধর ও সানিয়া খাতুন একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের মেয়েরা শুরু থেকেই উইকেট আগলে টিকে থাকার চেষ্টা করলেও কার্যত ব্যাটে রান সংগ্রহে সাফল্য পায়নি। সোনাক্ষী ভৌমিক সর্বাধিক ২৫ রান পায়। ৪ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করতেই সীমিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। আসাম রাইফেলস পাবলিক স্কুলের প্রঝমিকা হালাম, অনুষ্কা টুডু, স্নেহা দেব ও অন্তরা মুহুরী প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে ক্রিস্টিনা রেমা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।
2024-06-03