নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: রবিবার বিজেপি ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। এদিন মঠ চৌমুহনীতে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়েছে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপি শুধুমাত্র ক্ষমতার জন্যই রাজনীতি করে না। মানুষের সেবা হল বিজেপির আসল কাজ। নির্বাচনের কারণে গোটা রাজ্যে রক্তের সংকট দেখা দিয়েছে। সেই ঘাটতি পূরণ করতেই মুখ্যমন্ত্রী সকলকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন। আর তাতেই সমগ্র রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় রক্তদান শিবির অনুষ্ঠিত করা হচ্ছে। মানুষের পাশে থেকে মানুষের সেবায় এ ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনে ও জারি থাকবে বলে জানালেন তিনি।