নয়াদিল্লি, ২ জুন (হি.স.): বিরোধীদের প্রতি অভিযোগ-সহ ৪ দফা দাবি নিয়ে রবিবার নির্বাচন কমিশনে গেল বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল এদিন মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করেছে। তুলে ধরেছেন নিজেদের বক্তব্য।
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল সাংবাদিক সম্মেলনে বলেছেন, “আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করেছে এবং তাঁদের ৪টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছে। একটি হল, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি, গণনা প্রক্রিয়ায় নিয়োজিত প্রতিটি আধিকারিককে নির্ধারিত প্রক্রিয়ার ক্ষুদ্রতম বিবরণের সঙ্গে সম্পূর্ণরূপে পরিচিত হতে হবে এবং নির্বাচন কমিশনের সমস্ত প্রোটোকলের সঙ্গে নিষ্ঠার সাথে জড়িত থাকতে হবে।”
পীযূষ গোয়েল আরও বলেছেন, “দ্বিতীয়ত, গণনা ও ফলাফল ঘোষণার সময় নির্বাচনী প্রক্রিয়ার সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তৃতীয়ত, নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার নিয়মতান্ত্রিক প্রচেষ্টাকে বিবেচনায় নেওয়া এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া…।” বিরোধীদের আক্রমণ করে পীযূষ গোয়েল বলেছেন, “ভারতের শক্তিশালী নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে তাঁদের উদ্যমতা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর সরাসরি আক্রমণ।”