নয়ডা, ২ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে কেউ দাঁড়াতে পারবে না। তাঁর ব্যক্তিত্ব হিমালয়ের মতো। রবিবার এই মন্তব্য করলেন যোগগুরু বাবা রামদেব। শনিবার লোকসভা নির্বাচনের ভোটপর্ব শেষ হয়েছে, এরপর বুথ ফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, ফের দেশে সরকার গঠন করবে মোদী সরকার। যদিও, ফল ঘোষণা হবে ৪ জুন।
তার আগে রবিবার উত্তর প্রদেশের নয়ডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগগুরু বাবা রামদেব বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব, তাঁর নীতি, চরিত্র এবং ব্যক্তিত্ব এত বড় এবং তা বছরের পর বছর নীতিনিষ্ঠার কারণে। এক্সিট পোলে এসবের প্রতিফলন ঘটছে, ফলাফলও একই রকম হবে বলে মনে হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর সামনে কেউ দাঁড়াতে পারে না, হিমালয়ের মতো তাঁর ব্যক্তিত্ব।”