আবু ধাবি, ২ জুন (হি.স.): বেশ কিছু দিন ধরেই ভারতীয় দলের কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম শোনা যাচ্ছিল। এ বার তিনি নিজেই এই বিষয়ে মুখ খুললেন। জানিয়ে দিলেন ভারতীয় দলের কোচ হওয়ার থেকে বড় সম্মানের কিছু নেই। রবিবার আবু ধাবিতে গৌতম গম্ভীর বলেন, “ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে। দেশের কোচ হওয়ার থেকে বড় গর্বের কিছু হয় না। ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধি হওয়া যায় কোচ হলে।” যদিও গম্ভীর কোচ হওয়ার জন্য আবেদন করেছেন কি না তা জানা যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করার শেষ দিন ২৭ মে।
২৬ মে আইপিএলের ফাইনালে ট্রফি জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই দলের মেন্টর ছিলেন গম্ভীর। ১০ বছর আগে তাঁর নেতৃত্বেই শেষ বার আইপিএল জিতেছিল কলকাতা। এই বছর মেন্টর হিসাবে গম্ভীর আসতেই আবার ট্রফি জয়। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থাকলেও কেকেআরের আইপিএল জয়ের নেপথ্যে বড় কৃতিত্ব দেওয়া হচ্ছে মেন্টর গম্ভীরকে। এর মাঝেই তাঁকে ভারতীয় দলের কোচ হিসাবে দেখতে পাওয়ার জল্পনা শুরু হয়েছে।