নয়াদিল্লি, ২ জুন (হি. স.): একদিকে প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত, অন্যদিকে তীব্র জলসঙ্কট। সব মিলিয়ে দিল্লিবাসীর বেহাল দশা। জলসঙ্কটের পরিস্থিতি সামাল দিতে ট্যাঙ্কারে করে রাজধানীর বিভিন্ন প্রান্তে জল সরবরাহ করা হচ্ছে। জলের ট্যাঙ্কারের দেখা মিলতেই জল সংগ্রহে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে এলাকাবাসীদের মধ্যে। তেমনই ছবি দেখা গেছে মাসের প্রথম রবিবার।
ইতিমধ্যেই দিল্লিতে জল অপচয় রুখতে কড়া সিদ্ধান্ত নিয়েছে এএপি সরকার। দিল্লি জল বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে, জলসঙ্কটের এমন কঠিন পরিস্থিতিতে পানীয় জল নষ্ট করলেই জরিমানা হিসাবে নগদ ২০০০ টাকা গুনতে হবে দিল্লিবাসীকে।

