নয়াদিল্লি, ২ জুন (হি. স.): শনিবার দেশজুড়ে লোকসভা নির্বাচন মিটতেই এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা শুরু করেছে বিভিন্ন সংস্থা। নির্বাচনের পর ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এক্সিট পোলের সাহায্যে ভোটে কোন দল কেমন ফল করবে কিংবা কত আসন পেতে পারে তার একটা ধারণা পাওয়া যায়। সেই মত শনিবার সন্ধ্যে থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃতীয়বারও ক্ষমতায় বসতে চলেছে বিজেপি সরকার। ৪০০ আসনের কাছাকাছি পৌঁছবে এনডিএ জোট।
এদিকে ভোটের ফলাফলের আগে এক্সিট পোলের পরিসংখ্যানে চটেছেন রাহুল গান্ধী। রবিবার ক্ষুব্ধ কংগ্রেস নেতা সাংবাদিকদের বললেন, এটা এক্সিট পোল নয়, এটা মোদী-মিডিয়া পোল। আর তা শুনে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, রাহুলের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়াই বলে দিচ্ছে এখন থেকেই আত্মপ্রত্যয়ের অভাব দেখা দিচ্ছে কংগ্রেস তথা ইন্ডি জোটের মধ্যে।