নয়াদিল্লি, ২ জুন (হি.স.): দিল্লি আবগারি মামলায় রবিবার বিকেলেই তিহাড় জেলে আত্মসমর্পণ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এরপর এদিনই তাঁকে আগামী ৫ জুন পর্যন্ত বিচার বিভাগীয় (জেল হেফাজত) হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। জেল থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হন কেজরিওয়াল।
কেজরিওয়ালকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন জানায় ইডি। ইডি-র পক্ষ থেকে বলা হয়, অরবিন্দ কেজরিওয়ালকে অভিযুক্ত করা হয়েছে এবং যেহেতু বিচার মুলতুবি রয়েছে, আমরা তাঁর বিচার বিভাগীয় হেফাজতের জন্য আবেদন করছি। এরপর অরবিন্দ কেজরিওয়ালকে ৫ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত ।
আদালত এদিন উল্লেখ করেছে, ইডি সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতে চেয়ে একটি আবেদন করেছে। অন্তর্বর্তীকালীন জামিনে থাকায় আবেদনটি বিচারাধীন ছিল। রবিবার আত্মসমর্পণের পর আবেদনটি গ্রহণ করেন রাউস অ্যাভিনিউ আদালতের ডিউটি জজ সঞ্জীব আগরওয়াল। কেজরিওয়ালকে ৫ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেন বিচারক।