কলকাতা, ২ জুন (হি.স.): ভোট মিটলেও বঙ্গের দিকে দিকে অশান্তি অব্যাহত, শনিবার ভোট মিটতেই দক্ষিণ কলকাতার বেহালায় আক্রান্ত হয় বিজেপি কর্মী। কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, শনিবার রাতে বেহালার ১৪২ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সোমনাথ দাসের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকী ওই বিজেপি কর্মীর বাড়িতে আগুনও লাগিয়ে দেয় তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্যদিকে, দক্ষিণ কলকাতার রাসবিহারীতে আক্রান্ত বিজেপি কর্মী। শনিবার রাতেই ভোট মিটতেই ১ নং মণ্ডলের এক বিজেপি কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়। কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, ওই দুষ্কৃতীরা বাড়ির মহিলাদের তুলে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে।