গুয়াহাটি, ২ জুন (হি.স.) : দক্ষিণ অসমের বরাক উপত্যকায় পুলিশের অভিযানে ৯.৫ কোটি টাকার মাদকদ্ৰব্য উদ্ধার হয়েছে। মাদক পাচারের অভিযোগে সাতজনকে গ্ৰেফতার করেছে কাছাড় পুলিশ।
আজ রবিবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে এ খবর দিয়ে বলেছেন, অসমের বরাক উপত্যকায় শনিবার রাতে পৃথক অভিযানে মাদক দ্রব্য সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ড. শৰ্মা লিখেছেন, পুলিশের ‘শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক’-এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছিল। করিমগঞ্জ সদর থানার পুলিশ একটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে একজনকে গ্রেফতার করেছে।
এছাড়া কাছাড় জেলা পুলিশের দুটি অভিযানে ১.৯ কেজি হেরোইনের সঙ্গে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে, এক্স হ্যান্ডলে জানান মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, এ ধরনের অপারেশন এবং নেশাদ্রব্য বাজেয়াপ্ত করার ঘটনায় রাজ্যে ড্রাগস নেক্সাসকে দুর্বল করছে।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, মাদকের বিরুদ্ধে তাঁর সরকারের কড়া অবস্থান জারি থাকবে। সমাজ ধ্বংসযজ্ঞকারী নিষিদ্ধ দ্রব্যের প্রচলন নির্মূল করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
প্রসঙ্গত, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল রাতে কাছাড়ের ধলাই থানাধীন রামপ্রসাদপুর এবং লক্ষ্মীপুরের বাঁশকান্দিতে অভিযান চালিয়ে ১.৯ কেজি হেরোইনের সঙ্গে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।