নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: গত শুক্রবার শারীরিক অসুস্থতা নিয়ে জিবি হাসপাতালে ভর্তি হয়েছেন পদ্মশ্রী প্রাপক তথা রাজ্যের শান্তি কালী আশ্রমের চিত্ত মহারাজ। রবিবার ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জিবিপি হাসপাতালে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী, অভিষেক দেবরায়, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।
এদিন হাসপাতালে উপস্থিত হয়ে ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তারা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, গত শুক্রবার থেকে তিনি জিবিপি হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসকরা ওনার শারীরিক সুস্থতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনীয় সব ধরনের পরিষেবা প্রদান করা হচ্ছে। খুব দ্রুত তিনি সুস্থ হয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।