অরুণাচলে গেরুয়া ঝড়ে তছনছ বিরোধী, ৬০-এর মধ্যে ৪৬ আসনে জয়ী বিজেপি, রচনা ইতিহাস, উল্লাস পদ্ম শিবিরেএক আসনে কংগ্রেস, এনপিপি পাঁচ, এনসিপি তিন, পিপিএ দুই, তিন আসনে বিজয়ী নির্দলীয়

বিজেপি পেয়েছে ৫৪.৫৮ শতাংশ ভোট
ইটানগর, ২ জুন (হি.স.) : ৬০ আসনের অরুণাচল প্রদেশ বিধানসভায় ৪৬ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে ক্ষমতাসীন বিজেপি। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু নেতৃত্বাধীন বিজেপি এবার বিগত দিনের রেকর্ড ভঙ্গ করে ইতিহাস রচনা করেছে। দলের ঐতিহাসিক সাফল্যে বিজেপির নেতা-কার্যকর্তা এবং সমর্থকরা লাগামহীন উচ্ছ্বসিত। তৃতীয়বারের মতো রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এদিকে রাজ্য বিধানসভায় কংগ্রেস এবার মাত্ৰ একটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে। তবে এনপিপি, পিপিএ, এনসিপি এবং নির্দলীয়রা দু-চারটি করে কয়েকটি আসন পেয়েছেন।

অরুণাচল প্রদেশে বিদায়ী বিজেপি সরকারের সব মন্ত্রী এবং জ্যেষ্ঠ নেতা নির্বাচনে বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, মুক্তো আসনে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), চৌনা মিন, মামা নাতুং, ওয়াঙ্কি লোয়াং, অ্যালো লিবাং, ওয়াংলিন লোয়াংডং, ইলিং তালং, তেচি কাসো, নিনং এরিং প্রমুখ। প্ৰসঙ্গত, পেমা খান্ডু সহ বিজেপির দশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় দশটি আসনে বিজয়ী হয়েছিলেন।

নির্বাচন কমিশন মোট ৬০ আসনের সর্বশেষ খবর দিয়ে জানিয়েছে, বিজেপি ৪৬ আসনে বিজয়ী হয়েছে। এগুলি যথাক্রমে ১ নম্বর লুমলায় সেরিং লামু, ৩ নম্বর মুক্তো আসনে পেমা খান্ডু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ৪ নম্বর দিরাং আসনে ফুরপা সেরিং, ৫ নম্বর কলকতাং আসনে ত্সেতেন চম্বে কি, ৭ নম্বর বমডিলায় ডংরু সেংজু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ৯ নম্বর ছায়াংতাজো কেন্দ্ৰে হেইং ম্যাংফি, ১০ নম্বর সেপ্পা (পূর্ব) আসনে ইলিং তালং, ১১ নম্বর সেপ্পা (পশ্চিম) আসনে মামা নাতুং, ১২ নম্বর পক্কে-কেসাং আসনে বিয়ুরম বাহগে, ১৩ নম্বর ইটানগর আসনে তেচি কাসো (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ১৫ নম্বর সাগলি আসনে রাতু তেচি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ১৭ নম্বর জিরো-হাপোলি কেন্দ্রে হেগে অপ্পা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ১৮ নম্বর পালিন কেন্দ্রে বালো রাজা, ১৯ নম্বর ন্যাপিন আসনে তাই নিকিও, ২- নম্বর তালি কেন্দ্রে জিক্কে তাকো (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ২১ নম্বর কলোরিয়াং আসনে পানি তারাম, ২২ নম্বর নাচো আসনে নকাপ তালো, ২৩ নম্বর তলিহা আসনে ন্যাতো দুকম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ২৪ নম্বর দাপোরিজো আসনে তানিয়া সোকি, ২৫ নম্বর রাগা আসনে রটোম তেবিন, ২৬ নম্বর ডাম্পোরিজো কেন্দ্ৰে রোডে বুই, ২৮ নম্বর লিকবালি (এসটি) আসনে কার্দো নাইগ্যোরে, ২৯ নম্বর বসর আসনে ত্যাবি জিনি দির্চো, ৩০ নম্বর আলং (পশ্চিম) আসনে তোপিন আতে, ৩১ নম্বর আলং (পূর্ব) আসনে কেন্টো জিনি, ৩২ নম্বর রামগং কেন্দ্ৰে তালেম তাবোহ, ৩৩ নম্বর মেচুকা আসনে পাসং দরজি সোনা, ৩৪ নম্বর টুটিং-ইংকিওং কেন্দ্ৰে অ্যালো লিবাং, ৩৫ নম্বর পঙিন কেন্দ্রে অজিং তাসিং, ৩৬ নম্বর নারিকয়ু (এসটি) আসনে তজির কড়ু,, ৩৭ নম্বর পাসিঘাট (পশ্চিম) আসনে নিনং এরিং, ৪১ নম্বর অনিনি আসনে মপি মিহু, ৪২ নম্বর ডম্বুক আসনে পুণ্য অপুম, ৪৩ নম্বর রয়িং আসনে মুচু মিথি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ৪৪ নম্বর তেজু আসনে ড. মহেশ চাই, ৪৫ নম্বর হুলিয়াং কেন্দ্রে দাসংগ্লু পুল (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ৪৬ নম্বর চৌখম আসনে চৌনা মিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ৪৭ নম্বর নামসাই আসনে চাও জিগনু নামচুম, ৫০ নম্বর মিয়াও আসনে কামলুং মৌসাং, ৫২ নম্বর চাংলাং (দক্ষিণ) আসনে হমজোং তঙ্গাহ্, ৫৩ নম্বর চাংলাং (উত্তর) আসনে তেসম পঙ্গোতে, ৫৪ নম্বর নামসাং আসনে ওয়াঙ্কি লোয়াং, ৫৬ নম্বর খোনসা (পশ্চিম) আসনে চকট আবো, ৫৭ নম্বর বরদুরিয়া-বগাপানি আসনে ওয়াংলিন লোয়াংডং, ৫৮ নম্বর কানুবাড়ি আসনে গ্যাব্রিয়েল ডানওয়াং ওয়াংসু এবং ৬০ নম্বর পাংচৌ-ওয়াক্কা আসনে হনচুম ঙানডাম।

ন্যাশনাল পিপলস পাৰ্টি (এনপিপি)-র পাঁচ বিজয়ী প্রার্থী যথাক্রমে ২ নম্বর তাওয়াং আসনে নামগে সেরিং, ২৭ নম্বর লিরোমবা আসনে পেসি জিলেন, ৩৮ নম্বর পাসিঘাট (পূর্ব) আসনে তাপি দরং, ৪০ নম্বর মরিয়াং আসনে অনি পনইয়াং এবং ৫৯ নম্বর লংডিং-পুমাও আসনে থাংবাং বাংহম।

এনসিপি-র তিন বিজয়ী প্রার্থী যথাক্রমে ১৬ নম্বর যাচুলি আসনে টকো তাতুং, ৪৮ নম্বর লেকাং আসনে লিখা সোনি এবং ৪৯ নম্বর বডুমসা-দিয়ুং আসনে নিখ কামিন।

পিপলস পাৰ্টি অব অরুণাচল (পিপিএ)-এর দুই বিজয়ী প্রার্থী যথাক্রমে ১৪ নম্বর দইমুখ আসনে নবাম বিবেক এবং ৩৯ মেবো আসনে ওকেন তায়েং।

এক আসনে বিজয়ী হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি)-প্ৰাৰ্থী। তিনি ৮ নম্বর আসনের কুমার বাই।

তিন আসনে বিজয়ী নির্দলীয় প্রার্থী যথাক্রমে ৬ নম্বর থ্রিজিনো-বুরাগাঁও-এ তেনজিন নাইমা গ্লো, ৫১ নম্বর নামপঙ আসনে লাইসম সিমাই এবং খোনসা (পূ্ৰ্ব) আসনে বাংলাম সাবিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *