অরুণাচল বিধানসভা নির্বাচন : বিজেপি জয়ী আরও দুটি আসনে

ইটানগর, ২ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির আরও দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। এর সঙ্গে অরুণাচল প্রদেশ বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করতে চলেছে বিজেপি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সহ দশ আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনের প্রদত্ত তথ্য অনুযায়ী, ৫২ নম্বর চাংলাং (দক্ষিণ) আসনে বিজেপি প্রার্থী হামজং তাংহা ৩,৬৫৪ ভোটে জয়ী হয়েছেন। তিনি ১,৪৮২ ভোটের ব্যবধানে এনপিপি প্রার্থী টিম্পু এনগেমুকে পরাস্ত করেছেন।

অন্যদিকে ৫৭ নম্বর বরদুরিয়া-বগাপানি আসনে বিজেপি প্রার্থী ওয়াংলিন লোয়াংডং ৪,৭৩১ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী জওয়াং হোসাইকে ১,৪৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

প্রসঙ্গত, ৫০টি বিধানসভা আসনের জন্য ভোট গণনা আজ রবিবার সকাল ৬:০০টায় শুরু হয়েছে। বিজেপি একটি মজবুত অবস্থানে রয়েছে। কেননা, ইতিমধ্যেই ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। রাজ্য বিধানসভার নির্বাচন গত ১৯ এপ্রিল লোকসভা ভোটের দিন একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *