আগরতলা, ১ জুন: ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান সহ ৪ দফা দাবিতে আজ রাজপথে মিছিল সংগঠিত করে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়ন, সিআইটিইউ, সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি এবং সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। পরর্বতীতে বিভিন্ন বাম সংগঠন যৌথভাবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনও প্রদান করে।
আজকের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে,পাঞ্চালী ভট্টাচার্য, রমা দাস সহ অন্যান্যরা।
প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, ১৯৭২ সালে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট পাস হয়েছিল। সরকারি এবং বেসরকারি সব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি পাওয়ার অধিকার আছে। গত ৯ মে অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীদের পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী গ্র্যাচুইটি প্রদান করার নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। রাজ্য সরকারকে সকল অঙ্গনারী সহায়িকা কর্মীদের অবসরে যাওয়ার ৩০ দিনের মধ্যে গ্র্যাচুইটি প্রদান করতে হবে। ৩০ দিন পার হলে এর সঙ্গে ৭ শতাংশ সুদ সমেত সেটি প্রদান করতে হবে। কিন্তু রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান নিয়ে তালবাহানা করছে। এরই প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন বাম সংগঠন।
এদিন তিনি বলেন, পাশাপাশি সরকারের নিকট ৪ দফা দাবি জানানো হয়েছে। সেগুলি হল, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মজুরি বৃদ্ধি করা, চাকুরীর সময়সীমা বৃদ্ধি করা এবং ছাঁটাইকৃত অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজে পুনর্বহাল করা হোক।