মান্ডি, ১ জুন (হি.স.): ভোট উৎসবে সামিল হয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। শনিবার সকালে হিমাচল প্রদেশের মান্ডির একটি লোকসভা কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন মান্ডি সংসদীয় আসনের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত।
ভোট দেওয়ার পর কঙ্গনা রানাউত বলেছেন, “আমি এই মাত্র নিজের ভোট দিয়েছি। আমি জনগণকে গণতন্ত্রের উৎসবে অংশ নিতে এবং নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য আবেদন করতে চাই। হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রী মোদী ঢেউ রয়েছে। আমি আশাবাদী, মান্ডির জনগণ আমাকে আশীর্বাদ করবেন এবং আমরা রাজ্যের ৪টি আসন জিতব। হিমাচল প্রদেশের ৪টি আসন ‘৪০০ পার’-এর অবদান রাখবে।”

