নয়াদিল্লি, ১ জুন (হি. স.): সপ্তম দফা ভোটের দিন একধাক্কায় অনেকটাই কমলো রান্নার গ্যাসের দাম। শনিবার জানা গিয়েছে, সরকারি তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে দিয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে সিলিন্ডার প্রতি ৬৯.৫০ টাকা।
এই দাম কমার ফলে দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম হলো ১৬৭৬ টাকা। মুম্বইতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬২৯ টাকায়, চেন্নাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৪৯ টাকা এবং কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ১৭৮৭ টাকায। তবে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।