ধস বিধ্বস্ত লামডিং-বদরপুর পাহাড় লাইনে চলল যাত্রীবাহী ট্রেন

হাফলং (অসম), ১ জুন (হি.স.) : অবশেষে পাঁচদিন পর লামডিং-বদরপুর পাহাড় লাইনে শুরু হল যাত্রীবাহী ট্রেন পরিষেবা। আজ শনিবার বিকাল তিনটায় লামডিং থেকে বদরপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। সন্ধ্যা ছয়টা নাগাদ পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস পাহাড় লাইনের নিউহাফলং স্টেশন ছেড়ে যায়।

এছাড়া শনিবার দুপুরে গুয়াহাটি-আগরতলা বিশেষ যাত্রীবাহী ট্রেন গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করেছে। অন্যদিকে শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সন্ধ্যা সাতটায় নিউহাফলং স্টেশন ছেড়ে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করেছে।

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লামডিং-বদরপুর হিল সেকশনে ধস পতনের ফলে প্রায় পাঁচ দিন পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকার পর আজ শনিবার বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের রেল যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে।

ডিমা হাসাও জেলায় লাগাতার বর্ষণের দরুন ধস নেমে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং ডিমা হাসাও জেলা বহিঃরাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে লামডিং-বদরপুর পাহাড় লাইন থেকে ধস সরিয়ে রেল পথটি সচল করে তুলেন।

এদিকে পাহাড় লাইনে পুনরায় রেল চলাচল শুরু হলেও শিলচর রেলওয়ে স্টেশনের পিট লাইন বরাক নদীর জলে প্লাবিত করয় শনি এবং রবিবার শিলচর থেকে চলাচলকারী সব ট্রেনের যাত্রা বাতিল করে দিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ যদি বর্ষার মরশুমে পাহাড় লাইন নিয়ে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করে, তা-হলে এ ধরনের আরও বিপর্যয় ঘটতে পারে। কারণ, ২০২৪ সালে এ নিয়ে দু-দুবার লামডিং-বদরপুর পাহাড় লাইনে ধস নেমে বিপর্যয় সংঘটিত হয়েছিল।