আগরতলা, ১ জুন: সাত সকালে খোয়াই নদীতে এক নবজাতকের দেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল গ্রামের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গিয়েছে।
জনৈক এলাকাবাসী জানিয়েছেন, আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে নদীতে নবজাতক শিশুর দেহ ভাসতে দেখতে পান। সাথে সাথে তেলিয়ামুড়া থানার পুলিশ খবর পাঠানো হয়েছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কিভাবে ওই নবজাতকের দেহ খোয়াই নদীতে পাওয়া গেছে তা কেউ বলতে পারছেন না। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।