BRAKING NEWS

এ ডিভিশন সুপার ফোর ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন চলমান সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন হয়েছে চলমান সংঘ। অপরাজিত চ্যাম্পিয়ন। সুপার ফোরে সেরার শিরোপা চলমান সংঘের ঘরে। দারুন কাম ব্যাক বলা যেতে পারে। ক-দিন আগে শেষ হওয়া সন্তোষ মেমোরিয়াল ৮ দলীয় আসরে চতুর্থ স্থান পেয়ে এ ডিভিশন সুপার ফোরে খেলার ছাড়পত্র পেলেও চ্যাম্পিয়ন খেতাবের মধ্য দিয়ে দারুন ভাবে ঘুরে দাঁড়ালো চলমান। তৃতীয় তথা অন্তিম রাউন্ডের খেলায় পোলস্টারের বিরুদ্ধে সরাসরি জয়ের টার্গেটে এগিয়ে শেষ পর্যন্ত অমীমাংসিতভাবেই ম্যাচটি শেষ হয়েছে। তবে প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবাদে চলমান সংঘ প্রথম দুটি ম্যাচের মতোই ৩ পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় তথা অন্তিম দিনের শুরুতে চলমান সংঘ শুক্রবারের সংগৃহীত ১৯৯ রানেই ইনিংস শেষ করলে ১০৭ রানে লিড পায়। পোলস্টার বিশেষ করে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে সরাসরি পরাজয় এড়ানোর লক্ষ্যে দৃঢ়তা পূর্ণ ব্যাট চালায়    ৬২.২ ওভার খেলে ২৩৬ রানে শেষ করে। এবার জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে চলমান সংঘ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। কিন্তু হাতে ওভার সংখ্যা যথেষ্ট কম ছিল। খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে। দু-দিনের খেলায় চলমান সংঘের ইনিংসে কৃষ্ণধন নমঃর ৬৭ রান এবং সৌমেন মোহান্তির ৪৬ রান যেমন উল্লেখযোগ্য, তেমনি পোলস্টারের দ্বীপায়ন দেববর্মার ৫৫ রান কিছুটা উল্লেখ করার মতো। বোলিংয়ে অঙ্কিত বিশ্বকর্মা ৪৬ রানে ছটি এবং কৃষ্ণধন নমঃ ২০ রানে চারটি উইকেট পায়। পোলস্টারের চিরঞ্জীব দেবনাথ পেয়েছে তিনটি উইকেট ১৮ রানের বিনিময়ে। বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রে দারুণ পারফরম্যান্স অর্থাৎ অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে চলমানের কৃষ্ণধন নমঃ পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব। উল্লেখ্য, তিন ম্যাচ থেকে তিন করে পয়েন্ট পেয়ে এককভাবে সর্বাধিক ৯ পয়েন্ট প্রাপ্তির সুবাদে চলমান সংঘ পেয়েছে চ্যাম্পিয়নের শিরোপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *